যুদ্ধ-বিধ্বস্ত গাজায় মৃত্যুর মুখে ইনকিউবেটরে থাকা ১২০ নবজাতক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ২০:৩২
যুদ্ধ-বিধ্বস্ত গাজায় মৃত্যুর মুখে ইনকিউবেটরে থাকা ১২০ নবজাতক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুদ্ধ-বিধ্বস্ত গাজায় মৃত্যুর মুখে রয়েছে ১২০ নবজাতক। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ জানায়, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজার হাসপাতালগুলোর ইনকিউবেটরে থাকা অন্তত ১২০ নবজাতকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। সংস্থাটির মুখপাত্র জোনাথন ক্রিকক্স বলেছেন, বর্তমানে ইনকিউবেটরে ১২০ জন নবজাতক রয়েছে, এদের মধ্যে ৭০ নবজাতকের যান্ত্রিক শ্বাসযন্ত্র প্রয়োজন। আমরা এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন।


ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ১ হাজার ৭শ’র বেশি শিশু নিহত হয়েছে।


এদিকে, গত ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় মোট ৪ হাজার ৬৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ। এছাড়া অবরুদ্ধ পশ্চিম তীরে নিহত হয়েছেন ৯০ জন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১৪০০।


অন্যদিকে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরাইলে ১ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ১৩২ জন।


মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে গাজার আল-আহলি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েল। তাতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়। আহত হয় আরও বহু মানুষ। এছাড়া বহু মানুষ হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।


সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সম্ভাব্য হামলার আগে গাজার আল-কুদস হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির এ ধরনের অমানবিক নির্দেশকে রোগীদের জন্য ‘মৃত্যু দণ্ডাদেশ’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার (২০ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আল-কুদস হাসপাতালসহ পাঁচটি স্কুল খালি করার নির্দেশ দিয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের দাবি, ইসরায়েলি বাহিনীর এই নির্দেশের পর আল-কুদসসহ মোট ২৪টি হাসপাতাল বোমা হামলার হুমকির মধ্যে রয়েছে।


এদিকে, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে হঠাৎ নৌমহড়া চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দেশটির উত্তর-দক্ষিণ জলসীমায় এ মহড়া চালায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। এ মহড়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর ২ হাজার ৭০০ বোট অংশ নেয়। সঙ্গে ছিল যুদ্ধ জাহাজও। সূত্র: আল জাজিরা


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com