গাজার অবরোধ তুলে নিতে কঠোর শর্ত দিল ইসরায়েল
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১৫:৩৯
গাজার অবরোধ তুলে নিতে কঠোর শর্ত দিল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত হামাস তাদের বন্দিদের মুক্তি না দেবে ততক্ষণ; গাজার উপর অবরোধ আরোপ করে রাখবেন তারা।


১২ অক্টোবর, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে দখলদার ইসরায়েলের জ্বালানিমন্ত্রী বলেছেন, ‘কোনো ইলেকট্রিক্যাল সুইচ অন করা হবে না, পানির হায়ড্রান্ট খোলা হবে না এবং জ্বালানির কোনো ট্রাক প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত বন্দিদের মুক্তি দেওয়া না হবে।


গত শনিবার ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরের দিন গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। ওইদিন থেকেই গাজায় খাদ্য, জ্বালানিসহ সবকিছুর সরবরাহ বন্ধ করে দেয় তারা। তাদের এ অবরোধের কারণে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন সাধারণ গাজাবাসী। জ্বালানির অভাবে ইতিমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সেখানকার মানুষ। এছাড়া খাদ্য সংকটের শঙ্কায়ও রয়েছেন তারা।


ইসরায়েলে হামাসের হামলা দেখে ইরান নিজেই হতবাক ইসরায়েলে ১৮ হাজার ভারতীয়, ফেরাতে শুরু ‘অপারেশন অজয়’ ইরানি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের বিরল টেলিফোন আলাপ শনিবার ইসরায়েলে হামলা চালিয়ে ইসরায়েলের বেশ কয়েকজন বেসামরিক মানুষ এবং সেনাকে ধরে নিয়ে যায় হামাস। ওই সময় হামাসের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলের কারাগারে অবৈধভাবে যে-সব ফিলিস্তিনি বন্দি আছে তাদের মুক্তি দিলে ইসরায়েলি বন্দিদের ছেড়ে দেবেন তারা।


হামাস এমন আকস্মিক হামলা চালানোর পর গাজা উপত্যকা লক্ষ্য করে অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ১ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।


হামাস হুমকি দিয়েছে, যদি বেসামরিকদের উপর বিমান হামলা বন্ধ না করা হয় তাহলে তাদের হাতে যে-সব ইসরায়েলি বন্দি আছেন তাদের হত্যা করা হবে এবং সেগুলো ভিডিও করে প্রকাশ করা হবে।


সূত্র: বিবিসি


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com