ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইউক্রেন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫০
ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিমিয়া উপদ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করেছে ইউক্রেন। সেখানকার সেভাস্তপোল শহরের কয়েকটি বন্দর-স্থাপনা লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী। এতে ২৪ জন আহত হয়েছেন, ৪ জনের অবস্থা গুরুতর।


সেভাস্তপোলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ সামাজিক মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৪০ মিনিটের দিকে ইউক্রেনের বাহিনী হামলা শুরু করে। শত্রুর এ হামলা মোকাবিলায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় হয়ে ওঠে। এ সময় সেভাস্তপোল শহরের একটি বেসামরিক স্থাপনায় আগুন ধরে যায়।


ইউক্রেনের হামলার কারণে কী ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।


রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা কয়েকটি ভিডিও এবং ছবি থেকে দেখা যায়, সেভাস্তোপোলের একটি জাহাজ নির্মাণ ইয়ার্ডের কাছাকাছি বিস্ফোরণ ঘটে এবং তাতে আগুন ধরে যায়। এসময় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্রিমিয়া ব্রিজের কাছে সব ধরনের যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com