অভিশংসনের মুখে বাইডেন, তদন্ত শুরু
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১২
অভিশংসনের মুখে বাইডেন, তদন্ত শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন হাউসের স্পিকার কেভিন ম্যাকার্থি জানিয়েছেন, তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর মিত্রদের চাপের মুখে পড়ে প্রেসিডেন্ট জো বিডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করছেন। ইতোমধ্যে বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।


স্থানীয় সময় মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর) প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি তদন্তের নির্দেশ দিয়েছেন।


প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার বলেন, বাইডেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতিবন্ধকতা সৃষ্টি ও দুর্নীতির অভিযোগ এ তদন্তের কেন্দ্রে থাকবে।


গত জানুয়ারি মাসে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেন রিপাবলিকানরা। এর পর থেকেই তাঁরা ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত করে আসছেন। তবে এ-সংক্রান্ত শুনানিতে বাইডেনের অসদাচরণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।


কিন্তু বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে আরও নজর দিয়েছেন রিপাবলিকানরা। তাঁরা বিষয়টিকে সন্দেহজনক বলছেন। একই সঙ্গে তাঁরা হান্টারের কার্যকলাপ সম্পর্কে বাইডেনের জানাশোনা থাকার বিষয়টিও সামনে আনছেন।


মঙ্গলবার মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ম্যাকার্থি বলেন, প্রেসিডেন্ট বাইডেনের কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলো দুর্নীতির সংস্কৃতির চিত্রই অঙ্কন করে।


ম্যাকার্থির সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান সামস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা ৯ মাস ধরে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত করে আসছেন। কিন্তু তাঁরা প্রেসিডেন্টের অন্যায়ের কোনো প্রমাণ পাননি।


এখন যা হচ্ছে, তাকে চরম রাজনীতির সবচেয়ে বাজে দিক হিসেবে অভিহিত করেন হোয়াইট হাউসের মুখপাত্র।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com