রাশিয়ার সমর্থনে থাকবে উত্তর কোরিয়া
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৩
রাশিয়ার সমর্থনে থাকবে উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বহুল আলোচিত বৈঠকে উঠে এসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়। সেখানে কিম পুতিনকে ‘পবিত্র যুদ্ধে’ (ইউক্রেন যুদ্ধ) রাশিয়ার প্রতি পূর্ণ ও শর্তহীন সমর্থন জানিয়েছে।


উত্তর কোরিয়ার নেতা বলেন, সাম্রাজ্যবাদবিরোধী’ ফ্রন্টে পিয়ংইয়ং সব সময় মস্কোর পাশে থাকবে। তাছাড়া রাশিয়ার সঙ্গে ‍উত্তর কোরিয়ার সম্পর্ক সর্বদা অগ্রাধিকার পাবে বলে আশ্বাস দেন তিনি।


রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোমে বৈঠকে বসেন কিম এবং পুতিন। এর কয়েক ঘণ্টা আগে পূর্ব উপকূলে দুইটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।


রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নভোস্তি জানিয়েছে ১৩ সেপ্টেম্বর, বুধবার সকালে কিম রাশিয়ার পূর্ব আমুর অঞ্চলের কসমোড্রোমে পৌঁছান। এর আগেই সেখানে যান পুতিন।


পুতিনের আমন্ত্রণে ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন পুতিন।


একটি সামরিক ট্রেনে করে রাশিয়ার উদ্দেশ্যে কিম জং উনের যাবার কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। এছাড়াও সফরে তার সঙ্গী হয়েছেন উত্তর কোরিয়ান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।


বিবার্তা/পুলক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com