ভারতের কেরালায় নিপা ভাইরাসে ২ জনের মৃত্যু, রাজ্যজুড়ে আতঙ্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৯
ভারতের কেরালায় নিপা ভাইরাসে ২ জনের মৃত্যু, রাজ্যজুড়ে আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের কেরালা রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। একটি বেসরকারি হাসপাতালে দুইজনের অস্বাভাবিক মৃত্যু পর ১১ সেপ্টেম্বর, সোমবার কেরালায় জারি করা হয় স্বাস্থ্য সতর্কতা। এরপরই রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।


মান্ডাভিয়া বলেছেন, পরিস্থিতি পর্যালোচনা ও নিপা ভাইরাস ব্যবস্থাপনার জন্য কেরালায় কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে।


সংবাদমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথম মৃত্যুটি রেকর্ড করা হয় ৩০ আগস্ট। আর দ্বিতীয়টি সোমবার।


বছর দুয়েক আগেও নিপা ভাইরাসের সংক্রমণ কেরালায় মারাত্মক আকার ধারণ করেছিল। তাই এ ব্যাপারটি সাধারণভাবে নিয়ে ঝুঁকির সম্ভাবনা এড়িয়ে যাচ্ছে না রাজ্য সরকার। আগাম সতর্কতা নিতে তৎপর সেখানের কর্তৃপক্ষ। নিপা-সংক্রমণ নিয়ে সোমবারই রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।


নিপা ভাইরাস শ্বাসযন্ত্র থেকে মাথার ভেতর পর্যন্ত আক্রমণ চালায়। ফলে প্রথমে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট হলেও ধীরে-ধীরে মাথার ভেতরে প্রদাহ শুরু হয়। খিঁচুনিও হয়। সঠিক সময় রোগ ধরা না পড়লে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। নিপা ভাইরাসে মৃত্যুর হার ৪০-৭৫ শতাংশ।


বিবার্তা/পুলক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com