মার্কিন প্রবাসীদের আধুনিক ভারতের পক্ষে দাঁড়ানোর আহ্বান রাহুলের
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৯:০৪
মার্কিন প্রবাসীদের আধুনিক ভারতের পক্ষে দাঁড়ানোর আহ্বান রাহুলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী রোববার যুক্তরাষ্ট্রে দেওয়া একটি বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের সমালোচনা করেছেন। ভারতের গণতন্ত্র এবং সংবিধানের পক্ষে দাঁড়ানোর জন্য তিনি মার্কিন প্রবাসী ভারতীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।


নরেন্দ্র মোদির একজন কট্টর সমালচক রাহুল গান্ধী। মোদি, তার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দেশকে বিভক্ত করার এবং বেকারত্ব ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ফোকাস করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করে থাকেন তিনি। গত মার্চ মাসে মোদির পদবী নিয়ে কটাক্ষ করায় রাহুল গান্ধীকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল।


৪ জুন, রোববার ম্যানহাটনের জ্যাকব জাভিটস সেন্টারে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস, ইউএসএ অনুষ্ঠানে ৫২ বছর বয়সী গান্ধী প্রায় ৭শ’ জন প্রাবসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তৃতা করেন। এ সময় তিনি বলেছেন, ‘মানুষের প্রতি খারাপ ব্যবহার করা, অহংকারী হওয়া এবং হিংস্র আচরণ করা এগুলো ভারতীয় মূল্যবোধ নয়। আমাদের সংবিধান এবং গণতন্ত্র ছাড়া আধুনিক ভারতের অস্তিত্ব থাকতে পারে না।'


রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের তিনটি শহরে সফর করছেন। তিনি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং ওয়াশিংটন, ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে বক্তৃতা করেন। তিনি চীনের প্রভাব কমাতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্বেরও আহ্বান জানিয়েছেন।


গান্ধী বলেন, ‘আমাদের যে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে তা হলো ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন।' বিভিন্ন ক্ষেত্রে চীনাদের সফলতার কথা উল্লেখ করে তিনি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, 'চীনারা যে চ্যালেঞ্জটি টেবিলে রেখেছে তার সঙ্গে আমরা কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করব?'


ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি, রাহুল গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সদস্য। ২০২৪ সালের নির্বাচনে তাকে মোদির প্রধান প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছে।


এদিকে মার্কিন কংগ্রেস নেতারা এই মাসের শেষের দিকে কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। ২২ জুন তিনি মার্কিন কংগ্রেসে দ্বিতীয়বারের মতো ভাষণ দেবেন। এর আগে ২০১৬ সালেও তিনি মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছিলেন।



বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com