তুরস্কের নতুন গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৮:৩৪
তুরস্কের নতুন গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইব্রাহিম কালিনকে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান নিযুক্ত করেছেন। গতকাল সোমবার তাকে নিয়োগ দেওয়া হয়। এর আগে কালিন এরদোয়ানের মুখপাত্র হিসেবে কর্মরত ছিলেন।


৫১ বছর বয়সী কালিন দীর্ঘদিন ধরে এরদোয়ানের আস্থাভাজন হিসেবে পরিচিত। ২০১৮ সাল থেকে তিনি তুর্কি প্রেসিডেন্সির সিকিউরিটি অ্যান্ড ফরেন পলিসি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান এবং এরদোয়ানের প্রধান উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। ২০১৪ সাল থেকে তিনি প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতি উপদেষ্টা ছিলেন।


কালিন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তিনি আঙ্কারায় অবস্থিত সরকারপন্থী থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ‘সেটা’র (রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক গবেষণা ফাউন্ডেশন) অন্যতম প্রতিষ্ঠাতা। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের বৈদেশিক নীতির এজেন্ডা তৈরি করে বেশকিছু কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্বও দিয়েছেন কালিন।


গত ২৮ মে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর এরদোয়ান গত শনিবার তার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন। তাতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হাকান ফিদানের নাম ঘোষণা করা হয়, যিনি ২০১০ সাল থেকে তুরস্কের গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।



বিবার্ত/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com