পূর্ব পাকিস্তান প্রসঙ্গে তোপ দাগলেন ইমরান
প্রকাশ : ১৬ মে ২০২৩, ০৯:৩২
পূর্ব পাকিস্তান প্রসঙ্গে তোপ দাগলেন ইমরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তান আর্মির প্রতি আবারও তোপ দাগলেন ইমরান খান। তবে এবার প্রসঙ্গ বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তান। ইমরান খান বলেছেন, জনগণের এখন বুঝতে পারা উচিত পাকিস্তান সেনাবাহিনী সে সময় পূর্ব পাকিস্তানে কী পরিমাণ নৃশংসতা আচরণ করেছে। শনিবার (১৩ মে) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ইমরান খান এ কথা বলেন।


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


ইমরান খান বলেন, ‘আজ আমাদের বুঝতে পারা উচিত পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) কী ঘটেছে এবং কী পরিমাণ সহিংসতা চালানো হয়েছে। সে সময় যে দল জিতেছিল তাদেরই প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল। কিন্তু আমরা তাদের অধিকার প্রত্যাখ্যান করেছি।’
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা দেশের অর্ধেক হারিয়েছি। আমরাও কল্পনাও করতে পারিনি দেশের কী ক্ষতি হলো। একদল মানুষ, যারা বন্ধ দরজার পেছনে সিদ্ধান্ত নিয়েছিল, তারা জানেই না দুনিয়া কীভাবে কাজ করে এবং কীভাবে সিদ্ধান্ত নিতে হয়।’


পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা দেশের জনগণকে সে সময় তাদের নেয়া সিদ্ধান্তের কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করার সুযোগ দেয়নি। যখন হামুদুর রহমান কমিশনের প্রতিবেদন লেখা হলো তখন তা দেশে প্রকাশ করা হয়নি। ২৫ বছর পর তা প্রকাশ করা হয়েছে ভারতে। এভাবে একটি দেশ কাজ করতে পারে না, চলতে পারে না।’
ইমরান খান বলেন, তিনি দেশের জনগণকে পূর্ব পাকিস্তানের বিষয়ে জানাতে চান। কারণ, পূর্ব পাকিস্তানে বিশেষ করে ১৯৭১ সালের মার্চে যা ঘটেছিল তা তার চোখের সামনে ঘটেছিল।
ইমরান খান বলেন, ‘আমি পূর্ব পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে পূর্ব পাকিস্তান গিয়েছিলাম। সেটিই ছিল আমাদের শেষ ফ্লাইট। আমি দেখেছি, পূর্ব পাকিস্তানের বিষয়ে আমাদের জনগণের মনে কী পরিমাণ ঘৃণা জমা হয়েছিল। কিন্তু আমরা পূর্ব পাকিস্তানে কী ঘটছে সে বিষয়ে অন্ধকারে ছিলাম। কারণ আজকের মতো তখনও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। পার্থক্য একটাই, আজ এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম রয়েছে। কিন্তু সরকার সেটাও বন্ধ করে রেখেছে।’


পাকিস্তানের হয়ে ক্রিকেট বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক আরও বলেন, ‘আমরা অজ্ঞ ছিলাম কারণ, তারা (সেনাবাহিনী) চেয়েছিল তাদের নিজস্ব ন্যারেটিভ বা বয়ান আমাদের সামনে পেশ করতে। তারা প্রচার করতে চেয়েছে যে, যারা প্রতিবাদ করে তারাই দাঙ্গাকারী। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব, টুইটার বন্ধ করে দিয়েছে। আমরা কল্পনা করতে পারি না, দেশের অর্থনীতির কী পরিমাণ ক্ষতি হয়েছে। ঠিক এমনটাই ঘটেছিল পূর্ব পাকিস্তানের সঙ্গে।’


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com