সোমালিয়ায় বন্যায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত
প্রকাশ : ১৪ মে ২০২৩, ১৯:২১
সোমালিয়ায় বন্যায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


একজন আঞ্চলিক কর্মকর্তা শনিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, শাবেলে নদীর পানি উপচে পড়ে আশপাশের রাস্তাগুলো ডুবে গেছে।


বেলেডওয়েন শহরের হিরান অঞ্চলের বাসিন্দারা তাদের বাড়িঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্তর প্রবল বেগে বেড়ে যাওয়ায়, বাসিন্দারা তাদের জিনিসপত্র মাথায় করে বন্যা প্লাবিত রাস্তা দিয়ে আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াচ্ছে।


হিরান অঞ্চলের সামাজিক বিষয়ক ডেপুটি গভর্নর আলী ওসমান হুসেন বলেন, শাবেল নদীতে আকস্মিক বন্যার কারণে বেলেডওয়েন শহরের প্রায় দুই লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়ে পড়েছে।


তিনি আরও বলেন, এটি একটি প্রথমিক পরিসংখ্যান যে কোনো সময় এ সংখ্যা বাড়তে পারে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।


এর আগে শুক্রবার ওই অঞ্চলের ডেপুটি গভর্নর হাসান ইব্রাহিম আবদুলে বন্যায় তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।


তবে সংশ্লিষ্টরা বলছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পাশপাশি নতুন করে অনেক অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এই বিপর্যয় ও রেকর্ড খরা লাখ লাখ সোমালিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com