ইউক্রেনকে সতর্কবার্তা দিল মার্কিন প্রশাসন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩, ১১:১৭
ইউক্রেনকে সতর্কবার্তা দিল মার্কিন প্রশাসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের মতো ইউক্রেনকেও হতাশ করেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, ২০২১ সালের আগস্ট মাসে মার্কিন বাহিনী যখন আফগানিস্তান ছাড়ে, তখন ওয়াশিংটন কাবুলকে যেমন বার্তা দিয়েছিল ঠিক একই রকম বার্তা এখন ইউক্রেনকে দিয়েছে মার্কিন প্রশাসন।


খোদ মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো সম্প্রতি বাইডেন প্রশাসনের অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে।


পলিটিকোর বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ইউক্রেনকে ব্যাপকভাবে সৈন্য মোতায়েন না করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। তাছাড়া বাইডেন প্রশাসন যুদ্ধক্ষেত্র থেকে অনেক বেশি প্রত্যাশা না করার কথাও বলেছে কিয়েভকে।


প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবানের ক্ষমতা দখলের আগে তৎকালীন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ঠিক একই ধরনের বার্তা দিয়েছিল বাইডেন প্রশাসন।


পলিটিকো জানিয়েছে, অনেক দিন থেকেই জল্পনা চলে আসছে যে, রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাবে ইউক্রেন। কিন্তু যুক্তরাষ্ট্র এখন ভয় পাচ্ছে যে, এই ধরনের অভিযান আদৌ সফল হবে কি না। এমনই প্রেক্ষাপট থেকে ইউক্রেনকে সতর্কবার্তা দিয়েছে বাইডেন প্রশাসন।


খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এখন ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন যুদ্ধবাজ এবং শান্তিকামী- এই দুই ধরনের রাজনীতিবিদদের সমালোচনার মুখে রয়েছেন।


পলিটিকো তাদের প্রতিবেদনে জানায়, বিগত ১৪ মাসের যুদ্ধে এক লাখ সেনা হারিয়েছে ইউক্রেন। তবে পরবর্তীতে এই তথ্য সম্পাদনা করে বলা হয়, হতাহত ও নিখোঁজ মিলে এই সংখ্যা মোট এক লাখ হবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com