ইউক্রেন থেকে খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করছে পোল্যান্ড
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০১:৩১
ইউক্রেন থেকে খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করছে পোল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রতিবেশী দেশ আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড সরকার। শনিবার (১৫ এপ্রিল) দেশটির ক্ষমতাসীন ‘ল অ্যান্ড জাস্টিস পার্টির’ (পিআইএস) প্রধান ইয়ারোস্লাভ কাচিন্সকি পোলিশ সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।


ইউক্রেন থেকে আসা এসব খাদ্যশস্যের কারণে স্থানীয় বাজারে দাম কমে যাওয়ায় স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হচ্ছেন। নির্বাচনের বছরে এভাবে ভোটারদের একটি বড় অংশকে নাখোশ করতে চাইছে না ক্ষমতাসীন দল পিআইএস। খবর রয়টার্সের


কাচিন্সকি বলেন, 'পোলান্ড সরকার ইউক্রেন থেকে শস্য আমদানি এবং পোল্যান্ডে প্রবেশের উপর নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। শস্য ছাড়াও বেশ কয়েক ধরনের খাদ্যপণ্যের উপরও একই ব্যবস্থা গ্রহণ করা হবে।


তিনি আরও বলেন, আমরা ইউক্রেনের অকৃত্রিম বন্ধু আছি এবং থাকবো। আমরা তাদেরকে সমর্থন করে যাচ্ছি এবং যাব। আমাদের সম্পর্কে কোন পরিবর্তন হবে না।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com