দুই মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ চীনের
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ১৭:৫৭
দুই মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ চীনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এর যুক্তরাষ্ট্র সফর ইস্যুতে তাইওয়ানকে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে চীন, এমন পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্টের সফরের আয়োজনের সঙ্গে জড়িত দুই মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিলো চীন।


শুক্রবার (৭ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক হাডসন ইনস্টিটিউট ও ক্যালিফোর্নিয়ার রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এখন থেকে চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই দুই সংস্থার সঙ্গে কাজ করতে পারবে না।


বিবৃতিতে বলা হয়, এই দুই সংস্থার প্রধানদের ওপরও নিষেধাজ্ঞা জারি থাকবে। তারা চীনে সফরসহ কোনো ধরনের সংযোগ রাখতে পারবে না। তাছাড়া চীনে যদি তাদের কোনো সম্পত্তি থাকে তাও জব্দ করা হবে।


বিবৃতিতে বলা হয়, হাডসন ইনস্টিটিউট ও রিগান লাইব্রেরি একটি প্ল্যাটফর্ম দিয়েছে ও সাইয়ের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে সহজতর করেছে, যা চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে।


উল্লেখ্য, মার্কিন হাইজ স্পিকার ও তাইওয়ানের প্রেসিডেন্ট সাই  কেভিন ম্যাকার্থির মধ্যে যে বৈঠক হয়েছে তা রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়।


বিবার্তা/নিলয়/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com