ইউরোপীয় ইউনিয়নের তহবিলে ১০০ সাঁজোয়া যান আনবে ইউক্রেন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ১২:৩৬
ইউরোপীয় ইউনিয়নের তহবিলে ১০০ সাঁজোয়া যান আনবে ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেন ১০০টি রোসোমাক বহুমুখী সাঁজোয়া যানের অর্ডার দিয়েছে, যা ফিনিশ লাইসেন্সের অধীনে তৈরি করা হবে বলে জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি।


শনিবার (১ এপ্রিল) পোল্যান্ড প্রধানমন্ত্রী দক্ষিণ পোলিশ শহর সিমিয়ানোভিস স্লাস্কির রোসোমাক উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় এসব কথা বলেন।


মাতেউস মোরাউইকি বলেন, ‘আমি গতকাল (শুক্রবার) ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের কাছ থেকে ১০০টি রোসোমাকের একটি অর্ডার নিয়ে এসেছি, যা এখানে তৈরি করা হবে।’


প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে পোল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন যে তহবিল পেয়েছে তার মাধ্যমে এগুলোর অর্থায়ন করা হবে। তবে তিনি কোনো বিশদ বিবরণ বা চুক্তির সামগ্রিক খরচ সম্পর্কে কোনো তথ্য দেননি।


২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া তাদের পশ্চিমপন্থি সাবেক সোভিয়েত প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনে আক্রমণ করে। এর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে প্রচুর অর্থায়ন এবং অস্ত্র সরবরাহ করেছে। সূত্র- এএফপি/আলআরাবিয়া


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com