গ্রিসে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৬
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১৫:২৩
গ্রিসে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিসে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এখন পর্যন্ত ৩৬ জন নিহত ও অন্তত ৮৫ জন আহতের খবর জানিয়েছেন দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লারিসার কাছে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেনটি এথেন্স থেকে যাচ্ছিল উত্তরের থেসালোনিকি শহরে; কার্গো ট্রেনটি রওনা হয়েছিল থেসালোনিকি থেকে, যাচ্ছিল লারিসা। সংঘর্ষের কারণ নিশ্চিত হওয়া যায়নি।


“তুমল সংঘর্ষ হয়। সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনটির প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে,” স্থানীয় টিভি চ্যানেল এসকেএআইকে এমনটাই বলেন থেসালির গভর্নর কনস্টান্টিনোস আগোরাস্তোস।


সংঘর্ষের পর (যাত্রীবাহী ট্রেনের) আগুন ধরে যাওয়া প্রথম দুটি বগি ‘প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে’, বলেছেন তিনি।


প্রায় আড়াইশ যাত্রীকে বাসে করে থেসালোনিকিতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।


এক যাত্রী গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটিকে জানান, নিজের স্যুটকেস দিয়ে জানালা ভেঙে ট্রেন থেকে বের হয়েছেন তিনি।


“পুরো বগিজুড়ে ছিল আতঙ্ক, লোকজন চিৎকার করছিল,” কাছাকাছি একটি সেতুতে সরিয়ে নেওয়া এক যুবক এমনটাই বলেছেন এসকেএআই টিভিকে।


“এটা ছিল ভূমিকম্পের মতো,” আরেক যাত্রী এঙ্গেলোস সিয়ামুরাস বলেছেন ইআরটিকে।


এসকেএআই-র ফুটেজে ভাঙা জানালাসহ ব্যাপক ক্ষতিগ্রস্ত লাইনচ্যুত বগি, গাঢ় ধোঁয়ার পাশাপাশি রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে। আটকে পড়া যাত্রীদের খোঁজে টর্চ হাতে বগির ভেতর থাকা উদ্ধারকর্মীদেরও ফুটেজে দেখানো হয়েছে।


সংঘর্ষের সময় যাত্রীবাহী ট্রেনটিতে সাড়ে তিনশ লোক ছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে।


“দুই ট্রেনের সংঘর্ষের তীব্রতা বিবেচনায়, খুবই কঠিন পরিস্থিতিতে যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ চলছে,” টেলিভিশনে দমকল বিভাগের মুখপাত্র ভাসিলিস ভার্থাকোগিয়ানিসকে এমনটাই বলতে শোনা গেছে।


বুধবার ভোরের আগে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটিতে প্রচারিত ফুটেজ উদ্ধার কর্মীদেরকে হেডলাইট জ্বালিয়ে দুর্ঘটনাস্থলের আশপাশে অনুসন্ধান চালাতে দেখা গেছে।


দুর্ঘটনাস্থল লারিসার গভর্নর কন্সতানতিনোস আগরোসতোস স্কাই টিভিকে বলেছেন, ‘সংঘর্ষ অনেক শক্তিশালী ছিল।’ তিনি জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এরমধ্যে প্রথম দুটি বগি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।


গভর্নর আগরোসতোস আরও জানিয়েছেন, ট্রেনের ভেতর থেকে প্রায় ২৫০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


স্কাই নিউজের ধারণকৃত ভিডিওতে দেখা যায়, ট্রেনের দুটি বগি বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে গেছে এবং সেখান থেকে ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে, অন্য বগিগুলোর জানালা ভেঙে গেছে। সংঘর্ষের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে, ট্রেনের ধ্বংসাবশেষ উড়ে গিয়ে রাস্তায় পড়ে। বিধ্বস্ত বগির ভেতর কেউ আটকে আছেন কিনা সেটি দেখতে উদ্ধারকারীদের টর্চলাইট নিয়ে ছোটাছুটি করতে দেখা যায়।


ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভাসিলিস ভারথাকোগিয়ানিস জানিয়েছেন, ‘দুই ট্রেনের মধ্যে যেভাবে সংঘর্ষ হয়েছে, বর্তমানে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com