তুরস্ক-সিরিয়ায় মৃত্যু বেড়ে ৩৬ হাজার, ১৭৮ ঘণ্টা পরও জীবিত উদ্ধার ২
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৭
তুরস্ক-সিরিয়ায় মৃত্যু বেড়ে ৩৬ হাজার,  ১৭৮ ঘণ্টা পরও জীবিত উদ্ধার ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে শুধু তুরস্কেরই রয়েছে ৩১ হাজার ৬৪৩ জন এবং অন্যদিকে সিরিয়ার রয়েছে ৪ হাজার ১৭৪ জন।


১৩ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যায় সিএনএন এই তথ্য জানায়। ভূমিকম্পের ১৭৮ ঘণ্টা পর দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা।


আল-জাজিরা জানিয়েছে, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদিয়ামানে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে মিরে নামে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স ছয় বছর এবং প্রতিবেদন প্রকাশের সময় উদ্ধারকারীরা ধ্বংসস্তুপে আটকে পড়া তার বড় বোনের কাছে পৌঁছানোর কাছাকাছি ছিল।


অন্যদিকে, হাতায় প্রদেশে একটি ধসে পড়া তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে নুরে গুরবুজ নামের ৭০ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়েছে।


এদিকে জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পের পর সিরিয়ায় ৫৩ লাখের মতো মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া দুই দেশে ৯ লাখ মানুষের জরুরি গরম খাবার প্রয়োজন। এই ঘটনায় ৮ লাখ ৭৪ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।


বিবার্তা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com