তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়াল
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১১
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ১৭৯-তে। তন্মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৬০৫-এ, অন্যদিকে সিরিয়ায় তা ঠেকেছে সাড়ে ৪ হাজারে।


১২ ফেব্রুয়ারি, রবিবার রাতে আল-জাজিরার বরাতে এই তথ্য জানা যায়।



ধ্বংসস্তুপে আটকে পড়াদের জীবিত উদ্ধার করতে এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ভূমিকম্পের পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অনেক জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে। যদিও ভূমিকম্পের ১৫০ ঘণ্টা পরও ধ্বংসস্তূপের নিচে থেকে একটি শিশুকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দেশটির হাতায় প্রদেশে ধ্বংসস্তূপের নিচে থেকে ওই শিশু শিশুটিকে উদ্ধার করা হয়।


এদিকে, পরিস্থিতি অবনতির সাথে বেড়েছে লুটপাটও। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে যে ইতোমধ্যে তারা ৪৮ জনকে গ্রেফতার করেছে, যারা টেলিফোন কলের মাধ্যমে চুরি এবং প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছিল।



ভূমিকম্পে বিপর্যস্ত দেশদুটির পাশে দাঁড়িয়েছে বিশ্ব সম্প্রদায়। রবিবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দেখা করতে ইস্তাম্বুলে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। একটি সরকারি প্রতিনিধি দলের সাথে রয়েছেন তামিম।


জানা গেছে, সিরিয়ার উদ্ধার অভিযানেও সহায়তা করেছে কাতার। কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট জানিয়েছে, হোয়াইট হেলমেটকে উত্তর-পশ্চিম সিরিয়ার ভূমিকম্প অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা প্রদান করেছে কাতার সরকার।



অন্যদিকে, সিরিয়ানদের জন্য কয়েক মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দামেস্কে এক বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বলেন, ইউএই প্রথম দেশগুলোর মধ্যে যারা সিরিয়ার পাশে দাঁড়িয়েছে এবং বিশাল ত্রাণ ও মানবিক সহায়তা এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে।


বিবার্তা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com