তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৭
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে তুরস্ক থেকে উদ্ধার করা হয়েছে ২০ হাজার ৬৬৫ জনের মরদেহ এবং সিরিয়া থেকে উদ্ধারকৃত মরদেহের সংখ্যা ৩ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।


১১ ফেব্রুয়ারি, শনিবার দুই দেশের সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।


গত ৬ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। জাতিসংঘ বলছে, ভূমিকম্পে সিরিয়ার অন্তত অর্ধকোটি মানুষ গৃহহীন হয়ে যাবে। আর তুরস্ক ও সিরিয়ার অন্তত ৯০ লাখ মানুষ খাদ্য সমস্যায় ভুগবে।


এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান শুক্রবার আদিয়ামান প্রদেশ পরিদর্শনে যান। সফরকালে স্বীকার তিনি করেছেন যে সরকারের উদ্ধার তৎপরতা আরও ভালো হতে পারত।


তিনি বলেন, যদিও আমাদের কাছে এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম অনুসন্ধান এবং উদ্ধারকারী দল আছে। কিন্তু এটি বাস্তবতা যে অনুসন্ধান প্রচেষ্টাগুলো আমরা যতটা চেয়েছিলাম, ততটা দ্রুত হচ্ছে না।


বিবার্তা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com