তুরস্কে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৭
তুরস্কে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরেদোয়ান সাত দিনব্যাপী জাতীয় শোক ঘোষণা করেছেন।


এসময় তিনি বলেন, তুরস্কে ভূমিকম্পে হতাহতদের জন্য সাতদিন শোক পালন করবে। এরদোয়ান এক টুইটে ঘোষণা দেন, আমাদের সরকারি ও বিদেশি সব দপ্তরে ১২ ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হবে।


এর আগে একটি টুইটের মাধ্যমে এরদোয়ান ভূমিকম্পে ভুক্তভোগীদের প্রতি সবেদনা জানিয়ে বলেন, আশা করছি দ্রুতসম্ভব কম ক্ষয়ক্ষতিসহ দুর্যোগটি কাটিয়ে উঠবো। অন্যান্য ইউনিট সতর্ক রয়েছে।


উল্লেখ্য, তুরস্ক-সিরিয়ায় আঘাত হেনেছে ভয়াবহ ভূমিকম্প। সবশেষ খবর অনুযায়ী এ ঘটনায় দুই হাজার ৬১৯ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ১ হাজার ৬৫১ জন। অন্যদিকে, সিরিয়ায় মারা গেছে ৯৬৮ জন।


স্থানীয় সোমবার (৬ এপ্রিল) ভোর রাত ৪টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com