একাই ৩৩ আসনে লড়বেন ইমরান খান
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ০৯:৩৭
একাই ৩৩ আসনে লড়বেন ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নির্বাচনে একাই ৩৩ আসনে লড়তে চান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। আগামী মার্চে জাতীয় পরিষদের ওই ৩৩টি আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। চলতি মাসের শুরুর দিকে ওই আসনগুলোতে পিটিআইয়ের আইনপ্রণেতাদের আসন শূন্য ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন।


দ্য ডন জানিয়েছে, আগামী ১৬ মার্চ ওই আসনগুলোতে উপনির্বাচন হবে। পিটিআই বলছে, ওই আসনগুলো থেকে পদচ্যুত হওয়া আইনপ্রণেতারাও তাদের নমিনেশন পেপার জমা দেবেন।


বর্তমান ক্ষমতাসীন জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) এর আগেও একাধিক আসনে নির্বাচন করেছিলেন ইমরান। এর আগে ২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনে ৮টি আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন পিটিআই চেয়ারম্যান। এরমধ্যে ৬টিতেই জয় পেয়েছিলেন তিনি।


ইমরানের সিদ্ধান্তের বিষয়ে লাহোরে পিটিআই নেতা শাহ মাহমুদ কুরেশি বলেন, জামান পার্কে কোর কমিটি ও সংসদীয় দলের সদস্যদের বৈঠকের পর সব শূন্য আসনে ইমরান খানকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে পিটিআই নির্বাচনে পুরোপুরি অংশগ্রহণ করবে।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com