ইউক্রেনে নতুন সেনাঘাঁটি বানাচ্ছে রাশিয়া
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২, ১৪:৪০
ইউক্রেনে নতুন সেনাঘাঁটি বানাচ্ছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাস তিনেক আগে ইউক্রেনের মারিউপুলে ধ্বংসযজ্ঞ চালায় রুশ বাহিনী। ধারবাহিক বোমবর্ষণ ও যুদ্ধে শহরটি মারিউপুল নেয় ধ্বংসপ্রায় শহরে। তবে এবার সেখানেই নতুন সেনাঘাঁটি নির্মাণ করছে রাশিয়া।


৪ ডিসেম্বর, রবিবার দ্য ইকোনোমিক টাইমস ও বিবিস এর বরাতে এই তথ্য জানা যায়।


সূত্র জানায়, সম্প্রতি আর্থ অবজারভেশন সংস্থা ‘ম্যাক্সার’ (maxar technologies) মারিউপোলের স্যাটেলাইট ফটো প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে রাশিয়া নতুন সেনাঘাঁটি নির্মাণ করছে। নতুন এই ঘাঁটিটি ইউ (U) আকৃতির এবং এটি শহরের কেন্দ্রস্থলেই হচ্ছে।



সূত্র আরও জানায়, শহরে কবরস্থান বাড়ানো হয়েছে। রাশিয়ান সেনাবাহিনী ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ সরিয়ে দাফন করছে। গত ১৮ মার্চ শহরটিতে অবস্থিত থিয়েটারে হামলা চালায় রুশ সেনাবাহিনী। এতে শত শত মানুষ হতাহত হয় বলে ধারণা করা হচ্ছে।


বিবার্তা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com