জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি, ফুটবলারদের ডাকল ইরানের সেনাবাহিনী
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ০৯:০১
জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি, ফুটবলারদের ডাকল ইরানের সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপের প্রথম ম্যাচের পূর্বে জাতীয় সংগীত না গাওয়ায় ফুটবলারদের ডেকে হঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস কর্পস (IRGC)। এমনটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আসন্ন ম্যাচের আগে খেলোয়াড়রা দেশবিরোধী কোনো আচরণ করলে তাদের পরিবারকেও বিচারের মুখোমুখি করা হবে বলে হুমকি প্রদান করা হয়েছে।


২৯ নভেম্বর, মঙ্গলবার সিএনএনের বরাতে এমনটি জানা গেছে। কাতারে আইআরজিসির সঙ্গে কাজ করা জনৈক ইরানী কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এই সংবাদ প্রকাশ করে।


প্রসঙ্গত, গত ২১ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের উদ্বোধনী ম্যাচে ইরানের খেলোয়াড়রা দেশের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার করেন। সেপ্টেম্বরে হিজাব না পরায় গ্রেফতারকৃত কুর্দিশ বংশোদ্ভুত ইরানি নারী মাহসা আমিনির মোরাল পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনায় প্রতিবাদস্বরূপ এমনটি করেন তারা। ওই ঘটনায় খেলোয়াড়দের ইরানের বিপ্লবী গার্ড কর্পস সদস্যদের সাথে একটি বৈঠকে ডাকা হয়েছিল বলে সূত্রটি নিশ্চিত করেছে।


সূত্রটি জানিয়েছে, ইরানের জাতীয় দলের পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ, ইরানি খেলোয়াড় এবং তাদের পরিবারের প্রতি তাদের হুমকির পরে আইআরজিসি অফিসারদের সাথে আলাদাভাবে দেখা করেছেন। তবে সেই কথিত কথোপকথনের বিষয়বস্তু কী ছিল তা জানায়নি সূত্রটি। কুইরোজ বলেছেন, ইরানের খেলোয়াড়রা বিশ্বকাপে প্রতিবাদ করতে পারে, তবে শুধু ফিফার নিয়মে।


সূত্রটি জানায়, বৈঠকে খেলোয়াড়দের বলা হয়েছিল যে তারা যদি জাতীয় সঙ্গীত না গায় কিংবা তারা তেহরানের শাসনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদে যোগ দেয়, তবে তাদের পরিবারও বিচারের সম্মুখীন হবে। পরবর্তীতে গত শুক্রবার ওয়েলসের বিপক্ষে তাদের দ্বিতীয় খেলার আগে খেলোয়াড়রা জাতীয় সংগীত গায় এবং সেই ম্যাচে ইরান ২-০ ব্যবধানে জয় পায়।


বিশ্বকাপে কাতারে আইআরজিসি থেকে কয়েক ডজন অফিসারকে পাঠানো হয়েছে। তারা ইরানি খেলোয়াড়দের নিরীক্ষণের জন্য স্কোয়াডের বাইরে মিশতে বা বিদেশিদের সাথে দেখা করতে পারবেন না। দেশটির বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মকর্তা তথ্য সংগ্রহ করছেন এবং খেলোয়াড়দের পর্যবেক্ষণ করছেন বলে সূত্রটি আরও জানিয়েছে।


বিবার্তা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com