
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার (২৫ জুন) উদ্বোধন হবে স্বপ্নের এ সেতু। এর আগে পদ্মা সেতু নিয়ে আশাবাদ ব্যক্ত করে এক ভিডিও বার্তা দিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।
বুধবার (২২ জুন) রাতে ওই ভিডিও বার্তায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার ব্রুয়ার বলেন, ‘পদ্মা সেতু আঞ্চলিক প্রবৃদ্ধি বাড়াবে। এ সেতু প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশিদের আরও কার্যকরভাবে সংযুক্ত করবে। সেতুটি এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করার কাজটি সহজ করে তুলবে। এতে বঙ্গোপসাগর অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ‘গতিশীল’ হবে।’
তিনি বলেন, ‘পদ্মা সেতু ভ্রমণ সময় কমিয়ে সারা দেশে মানুষের সহজ চলাচল, তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং নিজ পরিবার-পরিজনদের দেখাশোনাসহ জীবন যাত্রাকে সহজ করে জাতীয় অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য অবদান রাখবে।’
অস্ট্রেলিয়ার হাইকমিশনার আরো বলেন, ‘পদ্মা সেতু বাংলাদেশিদের দ্বারা বাংলাদেশিদের জন্য একটি বড় অর্জন। সব বাংলাদেশির জন্য এটা গবের্র বিষয়।’
তিনি সব অস্ট্রেলিয়াবাসীর পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানান।
সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুটি আগামী শনিবার (২৫ জুন) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতল এ সেতুর এক অংশ পদ্মা নদীর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত এবং অপর অংশ নদীর শরীয়তপুরের জাজিরা প্রান্তে যুক্ত। স্বপ্নের এ সেতুটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ২১টি জেলাকে ঢাকা এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করবে।
বিবার্তা/এসব
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]