
পৃথিবীর সমস্ত জিনিসের কোনও না কোনও মূল্য আছে। জমি, বাড়ি থেকে শুরু করে যাবতীয় জিনিসের দামের কিছু না কিছু আন্দাজ তো আছেই আমাদের। কিন্তু কখনও ভেবেছেন কি, যে গ্রহে আপনি বাস করছেন, তার দাম কত হতে পারে? বিষয়টা কল্পনাতীত এবং অবাস্তব মনে হলেও পৃথিবীর দামই এখন ‘ট্রেন্ডিং’ নেটমাধ্যমে! যদি পৃথিবীর দাম জানা যায়, তাহলে ক্রেতা কে হবেন, এটাও একটা বড় প্রশ্ন।
ডেইলি মেল-এর এক প্রতিবেদন অনুযায়ী, অ্যাস্ট্রোফিজিস্ট গ্রেগ লাঘলিং বিভিন্ন গ্রহের বয়স, অবস্থা এবং খনিজ ইত্যাদির নিরিখে বিশেষ গণনা করেছেন। পৃথিবীর আকার, ভর, তাপমাত্রা, বয়স-সহ অন্যান্য বিষয়েরও গণনা করেছেন। গ্রেগের মতে, মঙ্গলের দাম মাত্র ১২ লক্ষ দু’হাজার টাকা। শুক্রের দাম ৭০ পয়সা। কিন্তু পৃথিবীর দাম কত হতে পারে তা তিনি জানাননি। তবে সেই দাম যে বিশাল অঙ্কের হবে তার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ট্রিহাগার ডট কম নামে একটি ওয়েবসাইট অনুযায়ী, গোটা পৃথিবীর দাম ৫০ কোটি কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় ৩৭ হাজার ছ’শো ২৫ কোটি ৮০ লক্ষ কোটি কোটি টাকা।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]