
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থা ‘উন্নতির পথে’ বলে জানিয়েছে তার পরিবার। মঙ্গলবার (২৫ জানুয়ারি) তার মেয়ে মেরিনা মাহাথির এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে মেরিনা জানান, ৯৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞের নিবিড় পরিচর্যায় থাকতে তিনি আরো কিছুদিন হাসপাতালে থাকবেন। এছাড়াও মাহাথির ক্ষুধা অনুভব করছেন এবং পরিবারের সঙ্গে রসিকতা করেছেন।
মেরিনা বলেন, বাবা মাহাথির মোহাম্মদ তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন না হতে সবাইকে অনুরোধ করেছেন।
গত ৮ জানুয়ারি হৃদযন্ত্রে সমস্যা নিয়ে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হন মাহাথির। এরপর ১১ দিন তিনি সাধারণ কেবিনে ছিলেন। গত ১৯ জানুয়ারি তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ষীয়ান এই রাজনীতিবিদ মারা গেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সূত্র: দ্য স্ট্রেটস টাইমস
বিবার্তা/আশিক
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]