
ভারতের মহারাষ্ট্র প্রদেশের ওয়ার্ধাতে এক সড়ক দুর্ঘটনায় বিজেপির এক এমপির ছেলেসহ ৭ মেডিকেল কলেজের ছাত্র প্রাণ হারিয়েছেন।
নিহতরা সবাই সাওয়াংগি মেডিকেল কলেজের ছাত্র। খবর এনডিটিভির।
ছাত্রদের বহনকারী মাইক্রোবাসটি সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মহারাষ্ট্রের সেলসুরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতু থেকে নিচে পড়ে যায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সাওয়াংগি মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্র, নিরাজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও সুভাম জায়সুয়াল, প্রথমবর্ষের ছাত্র অবিষ্কার রাহাংদালে এবং মেডিকেল ইন্টার্ন নিতেশ সিং।
নিহতদের মধ্যে অবিস্কার রাহাংদালে বিজেপির এমপি বিজয় রাহাংদালের ছেলে।
ওয়ার্ধার এসপি প্রশাদ হলকার সাংবাদিকদের জানান, মেডিকেলের ওই ছাত্ররা ওয়ার্ধা থেকে দেওলি যাচ্ছিলেন।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]