শিরোনাম
মুসলিম হওয়ায় বাসা ছাড়ার নির্দেশ!
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৮, ২০:৫২
মুসলিম হওয়ায় বাসা ছাড়ার নির্দেশ!
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুসলিম হওয়ার কারণে কলকাতায় চার চিকিৎসককে বাসা ছেড়ে দিতে বলেছে প্রতিবেশীরা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতার কুদঘাট এলাকায়।


মহম্মদ আফতাব আলম, মোজতাবা হাসান, নাসির শেখ এবং সওকত শেখ। এই চারজনই কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে হাউজ স্টাফ হিসাবে কর্মরত। তাদের অভিযোগ, মুসলিম হওয়াতেই কয়েকজন প্রতিবেশী তাদের ঘর ছাড়তে বলেছে।


তারা জানান, দুই মাস আগে কুদঘাট এলাকায় এক ব্যক্তি একটি ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দেন। কিন্তু কয়েকজন প্রতিবেশী তাতে আপত্তি জানায়। মুসলিম হওয়ার কারণে তাদের ঘর ছাড়ার কথাও বলা হয়।


এরপরই তারা যোগাযোগ করে স্থানীয় এনজিও ‘সংহতি অভিযান’র সাথে। অবশেষে তাদের সহায়তায় সমস্যা মেটে। তবে আতঙ্ক কাটছে না তাদের।


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com