শিরোনাম
মুম্বাইয়ে হাসপাতালে আগুন, নিহত ৮, আহত দেড়শ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:৪৯
মুম্বাইয়ে হাসপাতালে আগুন, নিহত ৮, আহত দেড়শ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ছয় মাস বয়সী এক শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দেড়শ মানুষ। এদের মধ্যে ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক।


ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় সোমবার বিকাল ৪টার দিকে ‘ইএসআইসি কামগার’ নামক সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। পরে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়।


১০টি অগ্নিনির্বাপক গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দমকল বাহিনীর সদস্যরা হাসপাতালের রোগীদের উদ্ধার করে নিকটস্থ কুপার হাসপাতাল, হলি স্পিরিট হাসপাতাল, পি ঠাকচেরি ট্রমা হাসপাতাল, সেভেন হিলস হাসপাতাল ও সিদ্ধার্থ হাসপাতালে স্থানান্তর করেন।



মুম্বাইয়ের মেয়র ভি মহাদেশ্বর জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত এগিয়ে নিতে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনকে (এমআইডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com