
নিজ বাড়িতে মিললো দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাহানার মরদেহ। শুক্রবার কোঝিকোড় শহরের নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে।
সাহানার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর স্বামীকে আটক করেছে পুলিশ।
অভিনেত্রীর মায়ের অভিযোগ, মেয়েকে খুন করেছেন সাহানার স্বামী সাজ্জাদ। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষবার ফোন করেছিলো। জন্মদিনে কী কী করলো, সব জানালো। বললো, শুক্রবার দেখা করতে আসবে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিলো সাহানা। তার পর হঠাৎ করে আত্মহত্যা করলো, এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে।
তিনি আরো অভিযোগ করে বলেন, সাজ্জাদ প্রায়ই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন।
আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। রোজই সাহানার রোজগার করা টাকা দাবি করতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলতো। সূত্র : 'আনন্দবাজার পত্রিকা'
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]