
হতভাগ্য বাবার আকুতি শোনেননি অ্যাম্বুলেন্স চালক। ভাড়া কমাননি। ৯০ কিলোমিটার পথ যেতে ভাড়া চেয়েছিলেন ২০ হাজার টাকা। যা ওই দরিদ্র, শোকস্তব্ধ মানুষটার পক্ষে দেয়া সম্ভব ছিল না। এমনকি, তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি কেউ ।
পরে এক পরিচিতের মোটরসাইকেলে চেপে বসেন ওই ব্যক্তি। কাঁধে চাপান সন্তানের মৃতদেহ। ওই অবস্থায় ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি।
গত সোমবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি এলাকার শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে।
গোটা ঘটনার ভিডিওটি টুইট করেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এরপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ঘটনা জানতে পেরে দ্রুত তদন্তের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]