
ভারতের অন্ধ্রপ্রদেশে একটি বরযাত্রীবাহী বাস পাহাড় থেকে খাদে পড়ে ৭ জন নিহত ও অন্তত ৪৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে চিত্তুর জেলার ভাকারাপেটে এ দুর্ঘটনা ঘটে।
এই ভাকারাপেট মন্দিরের শহর তিরুপতি থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বেসরকারি বাসটি অনন্তপুর জেলার ধর্মভরম থেকে ৫২ জনের বিয়ের বরযাত্রী নিয়ে চিত্তুরের একটি গ্রামে যাচ্ছিল। বাসটি ঘাট রোড দিয়ে যাওয়ার সময় আদুপুতপ্পি উপত্যকায় পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।
তিরুপতির পুলিশ সুপার জানান, চালকের অবহেলার কারণেই বাসটি পাহাড় থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। সূত্র: এনডিটিভি
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]