
ভারতের বীরভূমের ভুবন বাদ্যকর ‘কাঁচা বাদাম’ গান গেয়ে রাতারাতি তারকা বনে গেছেন। অনেকে তাকে ‘বাদাম কাকু’ বলে ডাকেন। মানুষের ঘরে ঘরে বাজছে তার জনপ্রিয় বাদাম সং রিমিক্স।
দেশে-বিদেশের বড় বড় শিল্পী, বাদাম কাকুর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তার গানের তালে ঠুমকা লাগাচ্ছেন বড় বড় সেলিব্রেটিরা।
তবে হঠাৎ করে স্বামীর এত নাম-ডাকের জন্য বেশ ভয় পাচ্ছেন ভুবনের স্ত্রী অনিমা! কিন্তু কেন? এর উত্তর সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভুবনদা নিজেই।
আসলে কাঁচা বাদাম গান সোশ্যাল মিডিয়াতে প্রাথমিকভাবে ভাইরাল হওয়ার নেপথ্যে ছিল বাংলাদেশের নেটিজেনদের ভালোবাসা। তাই একটা প্রশ্ন উঠছে এবার কি ভুবন বাধ্যকর বাংলাদেশ যাবেন?
এই প্রশ্নের জবাবে ভুবন বলেছেন, বাংলাদেশে আমি যাব না। আমার বউ যেতে দেবে না। ও খুব ভয় পাচ্ছে। আসলে আমার স্ত্রী অন্যরকম ভাবছেন। ও ভাবছে ওখানে গেলে যদি আমাকে আর না ছাড়ে। যদি সেখানে বিয়ে করে নিই। তাই যেতে দিচ্ছে না। সারল্যের সঙ্গে হাসতে হাসতে এমন জবাব দিয়েছেন তিনি।
বাদাম কাকু জানিয়েছেন, তিনি আর বাদাম বিক্রি করবেন না। তিনি বলেন, এখন বাদাম বিক্রি করতে গেলে বলবে সেলিব্রিটি হয়ে গেলেন, এখনো বাদাম বিক্রি করছেন। আর বাদাম নিয়ে গেলে মানুষ আর বাদাম নেবে না, আমাকে দেখতে ভিড় করবে। সবাই বলবে তোমাকে অনেক দিন দেখিনি এবং গল্প করবে। এতে আমার বাদাম বিক্রি আর হবে না। সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]