
ভারতের পশ্চিববঙ্গ ও দিঘায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে চার ঘণ্টা তাণ্ডব চালাবে সাইক্লোনটি। আঘাত হানার সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটারের মধ্যে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘণীভূত হয়ে ঝড়টি গত তিন দিনে নিজের শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোন অর্থাৎ ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে এর শক্তি কমার সম্ভাবনা রয়েছে। পূর্ব সতর্কতা হিসেবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের তিন লাখেরও বেশি মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
খবরে বলা হচ্ছে, ঘূর্ণিঝড় আম্পান প্রবল বেগে পশ্চিমবঙ্গের দিঘা হয়ে বাংলাদেশের হাতিয়ার দিকে বয়ে যাবে।
এদিকে পূর্ব উপকূলে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে “হাই অ্যালার্ট” বা “চূড়ান্ত সতর্কতা” জারি করা হয়েছে।
বিাবর্তা/জাহিদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]