
আরো ১৪ দিনের লকডাউন বাড়াল ভারত সরকার। রবিবার (১৭ মে) সন্ধ্যায় সরকারি এক বিজ্ঞপ্তি ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দেয়া হয়।
চতুর্থ দফা এ লকডাউনের নতুন গাইডলাইন নিয়ে রাতে দিল্লিতে ক্যাবিনেট সচিবের নেতৃত্বে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এ নিয়ে ভারত সরকার চার দফায় মোট ৬৮ দিনের লকডাউন পালন করতে চলেছে।
এদিকে দফায় দফায় লকডাউন দিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভারতের করোনা পরিস্থিতি। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা করোনার উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী রবিবার (১৭ মে) ভারতে লকডাউনের ৫৪তম দিনে এসে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে মৃতের সংখ্যাও প্রায় ছুঁয়ে ফেলেছে তিন হাজারের অঙ্ক। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে আরো ২৭৯ জন। মোট মারা গেছেন দুই হাজার ৮৭২ জন। সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২২৪ জন।
এ মুহূর্তে চিকিৎসাধীন আছেন ৫৩ হাজার ৮৩১ জন করোনা রোগী। এছাড়া ভারতে এখন পর্যন্ত করোনা টেস্ট করা হয়েছে মোট ২২ লাখ ২৭ হাজার ৬৪২ জনের।
বিবার্তা/জাহিদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]