শিরোনাম
ভারতে কারফিউ অমান্য করে ক্রিকেট খেলায় আটক ৮
প্রকাশ : ২৩ মার্চ ২০২০, ১৭:৫১
ভারতে  কারফিউ অমান্য করে ক্রিকেট খেলায় আটক ৮
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে কারফিউ অমান্য করে ক্রিকেট খেলায় মহারাষ্ট্রে ৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।


দেশটিতে করোনার করাল গ্রাস রুখতে ৮০টি শহর লকডাউন করা হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসমাগম নিষিদ্ধ করেছেন। সেই নির্দেশ অমান্য করে ক্রিকেট খেলায় ওই ৮ জনকে শাস্তি দিয়েছে পুলিশ।


গেল বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রী দেশটির জনগণকে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসায় থাকার আহ্বান জানান। সেই নিষেধাজ্ঞা ভেঙে রবিবার বিকেলে কালা থালাও ময়দানে ক্রিকেট খেলছিলেন ৮ জন। মহাত্মা ফুলে চৌকি স্টেশনের পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।


করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। বিশ্বব্যাপী বিভিন্ন স্পোর্টস ইভেন্ট বাতিল করা হয়েছে। স্থগিত হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা-ইংল্যান্ড, বাংলাদেশের পাকিস্তান ও আয়ারল্যান্ড সিরিজ।পেছানো হয়েছে আইপিএল, বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, অস্ট্রেলিয়াসহ সব দেশের ঘরোয়া লিগ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com