শিরোনাম
পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫১
পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত কয়েক সপ্তাহে ভারতে পেঁয়াজের দাম উল্লেখযোগ্য কমেছে। এই পরিস্থিতিতে পেঁয়াজ রফতানির ওপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার।


বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির খাদ্যমন্ত্রী রামবিলাশ পোসোয়ান এই কথা জানিয়েছেন।


ট্যুইটারে তিনি বলেছেন, বাজারে পেঁয়াজের দাম এখন স্থির আছে। তা ছাড়া এবার ভালো ফলনও হয়েছে। যে কারণে পেঁয়াজের রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


ভারত বিশ্বের বৃহত্তম পেঁয়াজ রফতানিকারী দেশ। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গত বছর উৎপাদন মার খাওয়ায় ঘরোয়া বাজারে পেঁয়াজের দাম হু হু করে বেড়ে গিয়েছিল। এক সময় প্রতি কিলো পেঁয়াজের দাম ১৫০ রুপিতে পৌঁছে যায়। যে কারণে গত বছর সেপ্টেম্বর মাসে পেঁয়াজ রফতানি বন্ধের নির্দেশ দেয় ভারতের কেন্দ্রীয় সরকার।


তীব্র মূল্যবৃদ্ধির ধাক্কা সামলে গত পাঁচ সপ্তাহে দেশে পেঁয়াজের দাম অনেক কমে গেছে। আর কিছু দিন পরে বাজারে নতুন পেঁয়াজ উঠবে। তখন আরও দাম কমার সম্ভাবনা। এর মধ্যে ফের রফতানির অনুমতি না দিলে ফসলের দাম না পেয়ে কৃষকদের ক্ষতির মুখোমুখি হতে হত বলে আশঙ্কা করা হচ্ছিল।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com