শিরোনাম
বাংলা শিখতে শিক্ষক নিয়োগ দিয়েছেন অমিত শাহ
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২০, ০৮:২৬
বাংলা শিখতে শিক্ষক নিয়োগ দিয়েছেন অমিত শাহ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ। যদিও নির্বাচন হতে এখনও এক বছর বাকি। কিন্তু নির্বাচনী প্রচারণায় ভাষা যাতে কোনো অন্তরায় না হয়, এই কারণে নিজের জন্য বাংলার একজন শিক্ষকও নিয়োগ দিয়েছেন তিনি। বক্তৃতার শুরুতেই বাংলা বলে তিনি বাংলা জয় করতে চান। খবর এনডিটিভির।


জানা গেছে, নির্বাচনী রণকৌশল তৈরি করতে অমিত শাহ বেশ প্রসিদ্ধ। প্রত্যেক নির্বাচনে তার আলাদা আলাদা কৌশল থাকে। এবার তাই পশ্চিমবঙ্গ জয়ের ক্ষেত্রে বাংলা ভাষাকে নতুন রণনীতি হিসেবে বেছে নিয়েছেন তিনি।


এদিকে মহারাষ্ট্র এবং হরিয়ানার ঝাড়খন্ডে হারের মুখ দেখতে হয়েছে বিজেপিকে, তাই বাংলায় কোনো রকম ঝুঁকি নিতে চান না অমিত শাহ।


বিবার্তা/এনকে/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com