শিরোনাম
লুঙ্গি পরে ট্রাক চালালে জরিমানা ২০০০!
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৯
লুঙ্গি পরে ট্রাক চালালে জরিমানা ২০০০!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাধের লুঙ্গির ওপরই নেমে এল জরিমানার খড়গ। অথচ লুঙ্গি শুধু বাঙালির পোশাকই নয়, বাংলাদেশ-ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও দেশটির আরো অনেক রাজ্যে এর ব্যবহার রয়েছে। যারা লুঙ্গি পরে অভ্যস্ত তারা এটিকে সবচেয়ে আরামদায়ক পোশাকও মনে করেন।


‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকার গত জুলাই মাসে মোটরযান সংশোধনী বিল পাস করেছে। পশ্চিমবঙ্গে না হলেও ১ সেপ্টেম্বর থেকে অনেক রাজ্যেই তা কার্যকর করা হয়েছে। এ আইনে সড়কে আইন ভাঙার অপরাধে ২৩ হাজার থেকে প্রায় ৮০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখেছে সরকার।


ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটিমোটরযান আইনে একধাপ এগিয়ে রয়েছে। রাজ্যটির সরকার সংশোধিত মোটরযান আইনে থাকা পোশাক বিধি কার্যকর করছে।


সংশোধিত এ আইন অনুযায়ী, লুঙ্গি পরে কেউ ট্রাক চালালে তাকে ২ হাজার টাকা জরিমানা দিতে হবে। এ আইন অনুযায়ী, যদি কেউ একই সঙ্গে লুঙ্গি আর গেঞ্জি পরে ট্রাক চালাতে গিয়ে ধরা পড়ে তবে তাকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।


উত্তরপ্রদেশে এখন ট্রাক চালাতে হলে চালকদের শার্ট বা টি-শার্ট আর ফুল প্যান্ট বা ট্রাউজার পরতে হবে। শুধু তাই নয়, গাড়ি চালানোর সময় চালকদের অবশ্যই জুতা পরতে হবে।


ট্রাফিক দফতরের এএসপি পূর্ণেন্দু সিং জানান, বর্তমানে মোটরযান আইন-২০১৯ এর ১৭৯ ধারা অনুযায়ী, ড্রেস কোড না মানলে তার জন্য ২ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com