শিরোনাম
কাশ্মীরে গণহত্যার আশঙ্কা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২২
কাশ্মীরে গণহত্যার আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত অধিকৃত কাশ্মীরে গণহত্যার আশঙ্কা করছে পাকিস্তান। এজন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে সতর্ক করেছে দেশটি।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এ আশঙ্কার কথা জানান। খবর জিয়ো নিউজের।


পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীরের সংখ্যাগরিষ্ট মুসলিম জনগোষ্ঠীকে সংখ্যালঘুতে পরিণত করতে ৬ সপ্তাহ যাবৎ উপত্যকাটিকে অবরুদ্ধ করে রেখেছে ভারত। আটকে রেখেছে সেখানকার স্বাধীনতাকামী নেতাদের। এছাড়া লাগাতার কারফিউর কারণে উপত্যকাটির জনগণ খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছে।


তিনি বলেন, জম্মু- কাশ্মীরের প্রতিটি শহর, পর্বত, সমতল কিংবা উপত্যকার আকাশে-বাতাসে আজ হাহাকার আর বিষাদেরই প্রতিধ্বনি। সেখানকার পরিস্থিতি রুয়ান্ডা, রোহিঙ্গা, কিংবা গুজরাটের সেই ভয়াবহ দাঙ্গার মত ঘটনার আশঙ্কাই জাগিয়ে তোলে।


পাক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের মানুষ সবচেয়ে খারাপ পরিণতিটাই আঁচ করতে পারছে। তারা এখন গণহত্যার আশঙ্কা করছে। অধিকৃত ওই অঞ্চলের জনগণ একটি জাতি, বর্ণ, জাতিগত এবং ধর্মীয় গোষ্ঠী হিসাবে এক খুনি, বিদ্বেষী এবং অসহিষ্ণু শাসকগোষ্ঠীর কাছে জিম্মি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com