শিরোনাম
ক্ষমতা থাকলে আমাকে জেলে পুরে দেখাক: মমতা
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৯, ১৯:৩২
ক্ষমতা থাকলে আমাকে জেলে পুরে দেখাক: মমতা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বামদুর্গের পতন ঘটিয়ে যিনি পশ্চিমবঙ্গের অপ্রতিদ্বন্দ্বী নেতা হয়ে উঠেছেন সেই মমতাই কিনা বিজেপিকে আক্রমণ করতে ব্যবহার করলেন কার্ল মার্কসের ঐতিহাসিক বাণী।


বুধবার (২৮ আগস্ট) তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মমতা বলেন, ধর্ম নামক আফিমের নেশায় তোমরা (বিজেপি) মানুষকে আচ্ছন্ন করতে পারবে না।’একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মোদি সরকারকে তৃণমূল নেত্রীর চ্যালেঞ্জ, ‘ক্ষমতা থাকলে আমাকে জেলে পুরে দেখাক।’ খবর এনডিটিভির।


কর্নাটকে জেডিএস কংগ্রেস জোট সরকারের পতন হয়েছে। ক্ষমতায় বিজেপি। গায়ের জোরে বিজেপি দক্ষিণের ওই রাজ্যের ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর। বলেন, কর্নাটকে সরকার পড়ে গেল, কেউ কোনও কথা বলতে পারেনি। এবার বলছে বাংলা দখল করবে। কিন্তু, বাংলার মাটি অত নরম নয়। বাংলা লড়াই করবে। কেন্দ্র মনে করলে আমাকে জেলে ভরুক। তবুও বিজেপির কাছে মাথা নোয়াবো না।’


কাশ্মিরে বিরোধীদের সরকার দমন করে রেখেছে বলে অভিযোগ মমতার। তার কথা, ‘কী চলছে কাশ্মিরে? সরকারি পদক্ষেপের বিরোধী মত হলেই তাদের ধরে রেখে দেয়া হচ্ছে।’আরো একবার জানালেন, ‘বাংলা জম্মু-কাশ্মিরের পাশে রয়েছে।’


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com