শিরোনাম
দিল্লিতে মন্দির ভাঙা নিয়ে ব্যাপক সংঘর্ষ, গ্রেফতার ৯০
প্রকাশ : ২২ আগস্ট ২০১৯, ১১:২৩
দিল্লিতে মন্দির ভাঙা নিয়ে ব্যাপক সংঘর্ষ, গ্রেফতার ৯০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে রবিদাসের মন্দির ভাঙা নিয়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে দলিত সম্প্রদায়ের মানুষের। এ ঘটনায় দিল্লির তুঘলকাবাদ এলাকা থেকে পুলিশ ৯০ জনকে গ্রেফতার করেছে।


বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনেক মানুষ জড়ো হতে থাকেন রবি দাস মার্গে। বাসে-ট্রেনে করে দেশটির নানা প্রান্ত থেকে তারা এসে জড়ো হন দিল্লিতে।


ঝান্দেওয়ালানের আম্বেদকর ভবন থেকে রামলিলা ময়দান পর্যন্ত মিছিল শেষে সেখানে মন্দির ভাঙার প্রতিবাদে চলে বিক্ষোভ।


দলিতদের এই জমায়েত ক্রমে হিংসার দিকে এগোলে পুলিশ শান্তি বজায় রাখার আহ্বান জানায়। কিন্তু এতেকাজ না হওয়ায় চলে লাঠিচার্জ।


ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দলিত শ্রেণির আক্রমণে একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। শেষ পর্যন্ত ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদসহ মোট ৯০ জনকে গ্রেফতার করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে পুলিশ।


এ ঘটনায় ওই মন্দির এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।


ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে আগস্টের শুরুতে রবিদাসের মন্দির ভেঙে দেয় দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটি। এরপরই শুরু হয় বিক্ষোভ।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com