শিরোনাম
৩ হাজার কিমি দূর থেকে রিমোটে সফল অস্ত্রোপচার
প্রকাশ : ২১ মার্চ ২০১৯, ১৬:০৪
৩ হাজার কিমি দূর থেকে রিমোটে সফল অস্ত্রোপচার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার পঞ্চম জেনারেশনের (ফাইভ-জি) প্রযুক্তি ব্যবহার করে রিমোটের মাধ্যমে মস্তিষ্কে অস্ত্রোপচার করেছেন চীনা এক চিকিৎসক।


শনিবার রোগীর থেকে প্রায় ৩,০০০ কিমি দূরে থেকে রোগীর মস্তিষ্কে একটি নিউরোস্টিমুলেটর বসালেন ডা. লিং ঝিপেই। হাইনান প্রদেশের ক্লিনিকে বসে বেজিং-এর প্লাগ হাসপাতালের রোগীর অস্ত্রোপচার করেন তিনি। ৩ ঘণ্টার অস্ত্রোপচার সফল হয়েছে। পারকিনসনসে আক্রান্ত সেই রোগী অস্ত্রোপচারের পর আগের থেকে ভালো আছেন বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।


চীনা টেক জায়েন্ট হুয়াওয়েইয়ের তৈরি ফাইভ-জি সংযোগের একটি কম্পিউটারের মাধ্যমে অস্ত্রোপচার করেন ডাক্তার ঝিপেই।


ঝিপেইয়ের কথায়, এই প্রযুক্তিতে অস্ত্রোপচারে মনেই হবে না যে রোগী ৩০০০ কিমি দূরে রয়েছেন। চতুর্থ জেনারেশন নেটওয়ার্কে ভিডিও ও রিমোট কন্ট্রোলে সমস্যা থাকায় তার মাধ্যমে অস্ত্রোপচার করা যায় না। এই প্রযুক্তিতে তার সমাধান হয়েছে। সূত্র: ইন্ডিয়ান টাইমস


বিবার্তা/আাকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com