চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ২০:০৭
চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু
ঢামেক প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চাঁদপুরে শহরের কোরালিয়ার একটি বাসায় গ্যাসের চুলা জ্বালানোর সময় বিস্ফোরণে দগ্ধ খাদিজা আক্তার (২৫) মারা গেছেন।


শুক্রবার (১৪ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) মারা যান তিনি।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, রোববার (৯ মার্চ) চাঁদপুর থেকে প্রথমে চারজনকে এবং পরে দুইজনকে নিয়ে আসা হয়। এদের মধ্যে আজ ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে শাহনাজ বেগমের ২০ শতাংশ দগ্ধ, আবদুর রহমানের ১৮ শতাংশ দগ্ধ ও মহিম ১৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন। হোসাইন সরদারের ৩ শতাংশ ও নুসরাত জাহান নিভা ৩ শতাংশ দগ্ধ হন, তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।


উল্লেখ্য, রোববার ভোরে চাঁদপুরের কোড়ালিয়া এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায় সেহরির জন্য খাবার গরম করতে রান্নাঘরে যান পুত্রবধূ খাদিজা বেগম। এ সময় গ্যাসের চুলার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় প্রথমে চারজনকেও পরে দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com