অনুমোদন ছাড়া কোনো হাসপাতাল বা ক্লিনিক চলতে দেয়া হবে না
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ২৩:২৯
অনুমোদন ছাড়া কোনো হাসপাতাল বা ক্লিনিক চলতে দেয়া হবে না
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অনুমোদন ছাড়া কোন প্রাইভেট হাসপাতাল কাজ করতে পারবে না। একটি হাসপাতালে যা যা থাকার ক্রাইসেটি দরকার তা না থাকলে সেই হাসপাতাল গুলো বন্ধ করে দেয়া হবে। তবে যদি তাদের অনুমোদন ও লাইসেন্স থাকে এবং ক্রাইসেটি পূর্ণ করে তবে তাদের কার্যক্রম করতে পারবে।


১৩ জুলাই, শনিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি সহ ঢাকা শহর বাদ দিয়ে় জেলার হাসপাতালগুলোর চিকিৎসা ও সেবার মান বৃদ্ধি করতে এবং সমস্যাগুলো দেখতে মুলত এই পরিদর্শন।


এ সময় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, আধুনিক সদর হাসপাতালের পরিচালক রাজিউর রহমান রাজু, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবিরসহ মন্ত্রীর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। বিকেলে পঞ্চগড় সার্কিট হাউজে রংপুর বিভাগের আটজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের নিয়ে একমত বিনিময়সভা অনুষ্ঠিত হয়। এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামন ভুইয়া মুক্তা ও সংরক্ষিত (৩০১) মহিলা আসনের সংসদ সদস্য রেজিয়া ইসলাম উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com