
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৮ জনের দেহে।
১৮ জুন, মঙ্গলবার সকাল ৮টা থেকে ১৯ জুন, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই আট জনের করোনা শনাক্ত হয়।
এর আগে গত ১৫ জুন একজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। তার আগে গত ১৮ মে ও ১৮ এপ্রিল করোনায় একজন করে দুজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর করোনায় মারা গেলেন ২০ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষায় আটজনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যবিবরণীতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২৯ হাজার ৪৯৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৮ হাজার ২৯০ জন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]