ঢাকা মেডিকেলের ওয়ার্ড থেকে নবজাতক চুরি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১৯:৩৩
ঢাকা মেডিকেলের ওয়ার্ড থেকে নবজাতক চুরি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ওয়ার্ড থেকে এক নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩১আগস্ট ) দুপুর ১:৩০ টা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।


চুরি যাওয়া নবজাতকের বাবা হিরন মিয়া বলেন, ‘আমার দেড় বছরের সংসারে এটাই প্রথম সন্তান। তিন দিন আগে ঢাকা মেডিকেলে সিজারের মাধ্যমে জন্ম হয়। বাচ্চাটা মায়ের দুধ পাচ্ছিল না। আমরা অন্য এক নারীর দুধ খাওয়াতাম। আজ দুপুরে আমার স্ত্রী ও মাকে রেখে মিরপুরের রূপনগরে ভাত আনতে যাই। এর মধ্যেই শিশু ওয়ার্ডের ১০৬ নম্বর রুমের এক্সট্রা ১ নম্বর বেড থেকে এক নারী আমার বাচ্চাটি চুরি করে নিয়ে যায়।’


তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি ভোলা সদরের ইলিশিয়া গ্রামে বর্তমানে ১০ নং রোড রূপনগর ২৮২ নং বাসায় পরিবার নিয়ে থাকি।


ঢাকা মেডিকেলের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান। একটি নবজাতকের বাবা আমার এখানে এসেছে তার নবজাতক শিশুটিকে খুজে পাচ্ছেনি। সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থার সকলকে খবর দেয়া হয়েছে তারা কাজ করছে এবং শাহবাগ থানা বিষয়টি দেখছে। আমাদের সিসি ক্যামেরা যে কয়টা আছে সব কয়টায় মনিটর চেক করা হচ্ছে আশা করি খুব শিগগিরই চোর ধরা পড়বে।


বিবার্তা/বুলবুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com