ডেঙ্গু চিকিৎসায় মুগদা হাসপাতালে শয্যা পূর্ণ, ঠাঁই নেই মেঝেতেও
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ২৩:০৫
ডেঙ্গু চিকিৎসায় মুগদা হাসপাতালে শয্যা পূর্ণ, ঠাঁই নেই মেঝেতেও
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ইতোমধ্যে এ বছরের রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে গত মাসে (জুন)। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের হার যদি এভাবে বাড়তে থাকে তাহলে জুলাই মাসে ছাড়িয়ে যাবে পূর্ববর্তী সব রেকর্ড।


ডেঙ্গু দ্রুত বাড়ার কারণে মুগদা হাসপাতালে দিন দিন রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ডেঙ্গু ওয়ার্ডগুলোতে রোগীদের জন্য নির্ধারিত শয্যা পূর্ণ হয়ে গেছে। অনেকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে মশার উপদ্রব থাকলেও কাউকে মশারি টাঙাতে দেখা যায়নি। নতুন রোগী ২ দিন ধরে ভর্তি হওয়ার পরও মশারি পায়নি।


৪ জুলাই, মঙ্গলবার হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসা নিচ্ছেন ২৮৮ জনেরও বেশি রোগী। তাদের মধ্যে পূর্ণবয়স্ক ২২৯ জন, শিশু ৫৯ জন। গত ২৪ ঘণ্টায় ১৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ জন এবং গত ৪ দিনে ৭ জন রোগী মারা গেছে। ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত ৪ দিনে রোগী ভর্তি হয়েছে ৩৬৪ জন।


ডেঙ্গু রোগী বাড়ায় নির্ধারিত শয্যা শেষ হওয়ার পর হাসপাতালের মেঝেতে রেখে রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে।


যাত্রাবাড়ী এলাকা থেকে ১৭ মাসের শিশু রাইফাকে নিয়ে ডেঙ্গু ওয়ার্ডে আছেন তার মা। হাসপাতালে নির্ধারিত সিট না থাকায় ফ্লোরে বিছানা পেতে ২ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন। মানিকনগর থেকে রবিন (৭) নামের শিশু ডেঙ্গু জ্বর নিয়ে মঙ্গলবার হাসপাতালে আসে। সিট না পেয়ে ফ্লোরেই বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা যায়।


হাসপাতালের পুরুষ ডেঙ্গু ওয়ার্ডে রোগীর নির্ধারিত শয্যা ১০০টি। মহিলা ডেঙ্গু ওয়ার্ডে শয্যা রয়েছে ৯০টি। সেখানেও ডেঙ্গু রোগীরা শয্যা না পেয়ে ফ্লোরে বিছানা পেতে চিকিৎসা দিচ্ছেন রোগীদের।


হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর তুলনায় অবকাঠামো এবং জনবলের সীমাবদ্ধতা থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক নার্সসহ সংশ্লিষ্টরা।


মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নিয়াতুজ্জামান বলেন, ঢাকায় সরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী আমার হাসপাতালে। এখন আমার হাসপাতালে রোগী ভর্তি আছেন ২৫১ জন। এরমধ্যে গত একদিনে নতুন রোগী ভর্তি হয়েছে ৮৪ জন।


তিনি আরো বলেন, ঢাকায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী আমরা সামাল দিচ্ছি। যদিও আমাদের জনবল খুব বেশি নেই। আমার ডাক্তার ও নার্সের সংকট রয়েছে। তারপরও আমরা ম্যানেজ করে চালিয়ে নিচ্ছি।


পুরান ঢাকা প্রতিনিধি জানান, ঈদের ছুটির পর থেকে পুরান ঢাকা ও কেরানীগঞ্জ এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত কয়েক দিনে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বেড়ে চলছে। মঙ্গলবারও রাজধানীর মির্টফোর্ড হাসপাতালে ৯৮জন ডেঙ্গি চিকিৎসাধীন রয়েছেন।


এসব রোগীর অধিকাংশই রাজধানী লাগোয়া কেরানীগঞ্জ থেকে এসেছে। তাদের হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com