শিরোনাম
বঙ্গবন্ধুকে স্মরণ করে ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’ উদ্বোধন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২০, ১৭:৪৩
বঙ্গবন্ধুকে স্মরণ করে ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’ উদ্বোধন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ধানমণ্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চালু হয়েছে ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’।শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণ করে প্লাজমা সেন্টারটি উদ্বোধন করা হয়।


প্লাজমা সেন্টারটি উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজের হেমাটো-অনকোলোজি বিভাগের অধ্যাপক ডা. এমএ খান।এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্যের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ।


যারা করোনামুক্ত হয়েছেন তাদেরকে গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারে এসে রক্ত দেয়ার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, আমাদের প্লাজমা সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে। সারাদেশের মানুষ এখান থেকে প্লাজমা নিতে পারবে। প্রাথমিক অবস্থায় আমরা প্রতিদিন ২৫ জনকে প্লাজমা দিতে পারব।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com