শিরোনাম
ঢামেক করোনা ইউনিটে দুইদিনে আরো ১৯ জনের মৃত্যু
প্রকাশ : ১০ জুলাই ২০২০, ১০:৪১
ঢামেক করোনা ইউনিটে দুইদিনে আরো ১৯ জনের মৃত্যু
ঢামেক প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুইদিনে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন তিনজন। বাকি ১৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।


বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


জানা গেছে, বুধবার (৮ জুলাই) থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ঢামেক করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন।


করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রাজধানীর কাফরুলের সইফুদ্দিন আহম্মেদ (৭৬), গাজীপুরের কাউছার আহম্মেদ (৫০) ও হবিগঞ্জের নিপুণ আক্তার (২০)।


এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট দুই হাজার ২৩৮ জন মারা গেলেন।


একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৩৬০ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে।


বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ে নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com