শিরোনাম
করোনায় নারীর চেয়ে চার গুণ বেশি পুরুষের মৃত্যু
প্রকাশ : ০৪ জুলাই ২০২০, ১৬:২১
করোনায় নারীর চেয়ে চার গুণ বেশি পুরুষের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে নারীর চেয়ে প্রায় চার গুণ বেশি মৃত্যু হয়েছে পুরুষের।


শনিবার (৪ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নারী ও পুরুষের মৃত্যু সংখ্যা তুলে ধরেন।


নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৯ জন। এর মধ্যে ২১ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত মৃত এক হাজার ৯৯৭ জনের মধ্যে পুরুষ এক হাজার ৫৮৭ জন এবং নারী ৪১০ জন।


হিসেব করলে দেখা যায়, নারীর তুলনায় পুরুষের মৃত্যু প্রায় চার গুণ বেশি।গত ২৩ জুন পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি হওয়ার কারণ তুলে ধরেন নাসিমা সুলতানা। তিনি বলেন, পুরুষরা আগে থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত বেশি।এর মধ্যে রয়েছে হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ। এছাড়া পুরুষদের জীবনযাপন পদ্ধতিতে ঝুঁকিও থাকে। যেমন তারা বেশি ধূমপান ও অ্যালকোহল ব্যবহার করেন। এসব কারণে পুরুষরা আক্রান্ত হচ্ছেন বেশি এবং তাদের মৃত্যুঝুঁকিও বেশি। জিনগতভাবে নারীদের ইমিউনিটি বেশি। তাদের ডাবল এক্স ক্রোমোজমের জন্য সুবিধা পেয়ে থাকেন।


উল্লেখ্য, দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৯৯৭ জন।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com